1. khoboremusafirbd2025@gmail.com : দৈনিক খবরে মুসাফির : দৈনিক খবরে মুসাফির
  2. info@www.khoboremusafir.com : খবরে মুসাফির :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

হারানো দিনের “মার্বেল””খেলা::

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

স্পোর্টস রিপোর্ট :

হারানো দিনের খেলা বর্তমানে  নেই। আছে জুয়া আর বাজির খেলা। খেল মানে এখন ক্রিকেট।  আর খেলা নেই।  এ যুগে এসে। হারিয়ে গেছে বংলার জাতীয় খেলা সহ অসংখ্য খেলা। যা আবার ষড় ঋতুর দেশে বিভিন্ন৷ ঋতুতে হতো বিভিন্ন খেলা। এখন শুধু  খেলা চলে গেছে জুয়া,বাজিতে। বসে বসে ক্রিকেট দেখে আর মোবাইলে  যোগাযোগে বাজির নামে টাকা লেন দেন চলছে। আর টাকা যোগাতে বেকার ছেলেরা ঘটিয়ে ফেলে পিতা-মাতার পর্যন্ত হত্যার মতো ঘটনা।

বাংলাদেশর পুরোনো দিনের বা হারানো দিনের মার্বেল খেলা হতো আষাঢ়ের দিনে কত রকমের খেলা। যে খেলাতে বাজি ছিলো না। ছিলো না চারিত্রিক, সামাজিক অবক্ষয়ের মতো কোন ঘটনা। হতো সারা বছর  ঋতুর আবর্তনে খেলাও পরিবর্তন।

যেমন- বর্ষা খালে হতো – মার্বেল খেলা। কাঠালের বিচির খেলা। বিভিন্ন রকমের।  বাড়ির উঠানে বা আঙ্গিনায়। আর বৃষ্টি এলে হতো বসে বসে খেলা। সেই পাকিস্তান, পূর্ব পাকিস্তান, স্বাধীন বাংলাদেশ, থেকে নব্বই দশক পর্যন্ত চলে আসছিল।

এখন এই মোবাইলের যুগে এসে সব শেষ পরবর্তনের ধারা অব্যহত। তাই ক্রিকেট, ফুটবল, কত কি জোয়ার মতো নেশার খেয়া থেকে বেরিয়ে আসতে পারছে না নব সহস্রাধিকর যুগে।তাই হারানো দিনে খেলা মনে পড়িয়ে দেয়াই খরবে মুসাফিরের নতুনত্ব ক্ষুদ্র প্রয়াস।

@@@.

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট