সম্পাদক:
জুলাই শহীদ দিবস -- আজ।
আজকের এই দিন তথা ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন তথা ছাত্র আন্দোলনের জন্য সর্ব প্রথম রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ
কে পুলিশের গুলিতে শহীদ করে।
তারি স্মৃতি স্মরণে আজকের দিন কে তথা ১৬ জুলাই পালিত হবে ""জুলাই শহীদ দিবস""। আজ প্রথম জুলাই শহীদ দিবস পালনের অংশ হিসাবে সকল সরকারী, বেসরকারি, আধাসারকারী, ও স্বায়ত্বশাসিত সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নমিত থাকবে এবং সকল মসজিদে দোয়া অনুষ্ঠািত হবে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মন্ত্রীপরিষদের সভা শেষে সিদ্ধান্তে গত ১৫ জুলাই "জুলাই শহীদ দিবসে" গেজেট প্রকাশিত হয়।
###
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত