স্টাফ রিপোর্টার :
গত ১৯ জুলাই জামায়াতের জাতীয় সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যান পরিছন্ন করছে কেন্দ্রীয় নেতারা। বৈষম্য মুক্ত দেশ গড়তে ওয়াদবদ্ধ। আগামী নির্বাচন হবে বৈষম্য মুক্ত।
অল রেডি নেতাদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। নতুন দেশে জন্য নতুন কিছু উপহার দিতে। জনগণের শাসক হয়ে নয়। জামায়াত হবে জনগণের সেবক। এস্লোগান নিয়েই এগিয়ে যাচ্ছে।
ছবির এডভোকেট জনাব একজন কেন্দ্রীয় নেতা হিাবে এমপি পদপ্রার্থী। অহংকার নয় আমরা আগে থেকেই রাজনীতির মাঠের নিজেদের কাজ নিজের করি। আমাদের রাজনীতির মাঠে স্পেইস না দেয়াই জনগণ আমাদের এক্টিভিটিস দেখতে ও বুঝতে পারিনি। আমরা অপেনলি মাঠে সেবামূলক,উন্নয়ন মূলক অনেক কাজ -কর্ম করি। এটা অব্যাহত রাখলে জনগণ আমাদের ছাড়া কাউকে ভোট দিবে না। আমারা সততা আদর্শ নিয়ে ইসলামি রাজনীতি করি।
আমরা দুর্নীতি করিনা। প্রশ্রয়ও দেই না। একনজন জেলা আমীর বলেন।
###