সম্পাদক :
মুফতি আমির হামজা একজন টপ বক্তস হয়েও মুসাফির।
আরো বড় পরিচয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী হয়েও কর্মীর সাথে মাটিতে ঘুমিয়ে আছেন।
গত ১৯ জুলাই জামায়াতে জাতীয় সমাবেশেে আগের দিন রাতে কর্মদের নিয়ে এসে খুলা মাঠে অবস্থান করেন।
রাজনীতি নতুন মাত্রা যুক্ত হলো। বৈষম্য বিরোধী আন্দোলনে কিছু হলেও বৈষম্য দুর করার প্রচেষ্টায় জামায়াত। তাদের বড় বড় দায়িত্বশীলরা এ বার মাঠের কাদা যুক্ত মাটিতে শুয়ে নজির স্হাপন করেছেন। নতুন বাংলাদেশের নতুন রাজনীতিতে। জনগণ তায় বলছে।
###