সম্পাদকীয় ::
সঠিক বাংলা বানানের -""বিসমিল্লাহির রহমানির রহিম"" ইউকিপিডিয়া,গুগল,এবং বাংলা একাডেমির ওয়েবসাইটে প্রকাশের দাবীও করেন। জামায়াত সহ অনেক আলেম ওলামারা।
মুসলমান মানে সকল কাজে আল্লাহর নাম স্মরণ করে। এমণ কি সংবিধানেও বিসমিল্লাহ লেখা নিয়ে বিতর্ক আছে। এক দল লিখে, আরে দল মুছে দেয়। ইসলামী দল গুলো সকল কিছু আল্লাহর উপর বিশ্বাস করে।
তাই ব্যানার, পেস্টোন, সেমিনার, সিম্পোজিয়ামের কাজের উপরে লিখা হয় -- বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচলিত বানান অনুযায়ী সবাই লিখে আসছিলো- বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কিন্তু এই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামি তাদের জাতীয় সমাবেশের পোস্টার সহ সকল ব্যানার,পেস্টোন সহ মঞ্চেও বড় করে লিখে -- বিসমিল্লাহির রহমানির রহিম। তথা শুদ্ধ বাংলা বানান বা উচ্চারণ। এতে অনেকে ইউটিউব, ফেইসবুক কন্টেন্টে -- জামায়াতে লেখায় বির্তক সৃষ্টি করে। এমণ কি উইকিপিডিয়ার দোহায় দিয়ে বলে। আগের -- বিসমিল্লাহির রাহমানির রাহিম - বানান টি সঠিক বলে। এবং ধূম্র জাল সৃষ্টি করে। জামায়াত কে বির্তকিত করতে।
এখানে দেখা যায় রাহমানির - এর রা এর া ( আকার) নেই। তেমনি রাহিম এর া ( আকার) ও নেই। শুদ্ধ উচ্চারণ বা হিসাবে 'রহমানির রহিম"" লিখা হচ্ছে।
এ বিষয়ে ভিবিন্ন আলেম- ওলামাদের মত হলো-- রাহমমান, রাহিম আরবি শব্দ। শব্দ দ্বয়ে "রা" আরবি শব্দ আছে। আর রা শব্দ টি কয়েক নিয়মে পড়া হয়। বাংলা ব্যাকরণ,ইংরেজি গ্রামের, আরবি গ্রামের মতো কুরআন সহিহ বা শুদ্ধ নিয়মে পড়তে কুরআনিক গ্রামোর তথা তাজবিদের কায়দা বা নিয়ম ফলো করতে হয়।
তাই তাজবিদের কায়দা বা নিয়ম হলো - রবি "রা" শব্দটি প্রথমত দুই ভাবে পড়া হয়। ১! রা শব্দে আরবি হরকত জবর, বা পেশ হলে পোড় বা মোটা করে পড়তে হয়। ২! আরবি " রা " হরফ/শব্দ টিতে জের হরকত হলে বারিক বা পাতলা করে পড়তে হয়।
এখন উত্তর হলো - রহমান,রহিম শব্দে রা এর ওপর জবর হওয়াই এটার শুদ্ধ উচ্চারণ র হবে। বিদায় রহমান, রহিম পোড় বা মোটা করে তথা মুখ গোল করে র উচ্চারণ করে পড়তে হয়। তাই, সকল হাফেজ, ক্বরী মাওলানা পড়ে থাকেন- রহমানি রহিম। কিন্তু বাংলা লেখার সময় সেই প্রচলিত ধারাই ভুল বানানটিই সবাই ব্যবহার করে আসছে। বলে- সকলের মন্তব্য।
তাই জামায়াতের ওলামা পরিষদ সহ সকল আলেমরা ঐক্য মত পোষণ করেন। প্রথম সঠিক ও শুদ্ধ উচ্চারণ বা বানান টি ব্যবহার করেন। অন্যান্য সকল স্তরের আলেম রা বলেন- আমরা পড়াই সঠিক উচ্চারণ। কিন্তু বাংলা বানানে যে ভুল সেটা বে-খেয়াল ছিলাম। যাক আল্লাহর সকলকে ক্ষমা করুক।
আমিন।।
বাজারে অনেক কুরআনুল কারিম তথা কুরআন আছে। যার বাংলা উচ্চারণে সঠিক উচ্চারণ তথা ""বিসমিল্লাহির রহমানির রহিম"" লেখা আছে। কিন্তু কেহ কোন পোস্টার, ব্যানারেও সঠিক টি ব্যবহা করনি। আর যদি করে থাকেও। কিন্তু মিডিয়াতে বিষয় টি জনগণের চোখে ধরা পড়েনি। বিদায় বলা চলে-- বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশ্যে সঠিক -- বিসমিল্লাহির রহমানির রহিম"" ব্যাবহার করেন।।
আর আমি আব্দুল্লাহ তথা আল্লাহর নগণ্য গোলাম সম্পাদক হিসাবে প্রতিবেদন টি লেখি। দায়ী ইল্লাহ হিসাবে।
*** বিষয় টি গুগল সহ উইকিপিডিয়া তে সংযুক্ত করা পরামর্শ রাখছি। বিষয়টি পর্যালোচনা করে সংযুক্তির।।।
মাওলানা মো: আব্দুল্লাহ আল মামুন
কামিল ( হাদিস)
###
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত