স্টাফ রিপোর্টার:
জুলাই বিপ্লবের ২৪শে জুলাই আজ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান""এর শহীদদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াত। যাত্রাবাড়িতে জামায়াতের মহানগর ঢাকা দক্ষিণে উদ্যোগে ২৫ টি শহীদ পরিবার কে ৫০ লক্ষ নগদ আর্থিক সহযোগীতা প্রদান করেন।
উল্লেখ্য যে, প্রথম থেকেই জামায়াত জুলাই বিপ্লবে সরাসরি ইনভলভ ছিলো। এমণ কি শহীদ পরিবার এবং অসুস্থ ব্যক্তিদেরও প্রতি নিয়ত দেখা শোনা করে আসছে। পাশা পাশি সার্বক্ষনিক আর্থিক সহযোগীতার হাত বাড়ি দিয়ে আসছে। এবং বাড়িতে গিয়েও খুঁজ খবর নিয়ে আসছে।
উক্ত অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের আমীর সহ কেন্দ্রীয় মজলিশে শুরা কমিটির অনেক সদস্য বৃন্দ উপস্থিত থেকে টাকা শহীদ পিবারের হসতে তুলে দেন।
###
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত