মাও: মো: আব্দুল্লাহ আল মামুন
কুকুর করে
গেও গেও
দেখলে পাশে
নেই কোউ।।
ক্ষুধার জ্বালায়
করে গেও
বুঝে না তো
মানুষ কেউ।।
মানুষ হয়েওুক
হলো না কেউ
সব বুঝেও
দেয় না কেউ।।।
খাবার খেতে
করে গেও
আদর দিলে
চুপ করে সেও।
হাত বুলালে
আরো দেও
নত শিরে
কাছে নেও।।
লেজ নাড়িয়ে
কুর্নিশ গেও
জিহ্বা দিয়
আদরে সেও।।।
২৫/৭/২৫
<০>
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত