প্রতিবেদন:
কমপ্লিট মুসলমান হতে হলে প্রত্যেক মুসলমানকে আল্লাহর সকল বিধি বিধান, আইন কানুন, ওর্ডার, ওর্ডিন্যান্স মানতে হবে। যেমন মানুষ যে দেশে বাস করে, সে দেশের সরকারের সকল ওর্ডার মানে সহজে।
তাই সে দেশের আইডি কার্ডে লেখা মুসলমান । নাকি হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান। কোন ধর্মের? পরিচয় হিসাবে লেখা। বাপ,দাদা মুসলমান। তাই মুসলমানও বলে। সরকার কে বলি কারণ সে সরকারের আইন, বিধান মেনে চলে বলেই আইডি কার্ড বা আইডেন্টি ফিকেশন দেয়া হয়।
এখন সহজ- আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর আইন, বিধান,ওর্ডার না মানলে আল্লাহর রাষ্ট্রের খাতায় পরিচয় কি বলুন?
কিন্তু যে আল্লাহ সারা পৃথিবীর সরকারের বড় সরকার। তথা একত্ব সরকারের মালিক। যার আইন পাশ করতে মিটিং মন্ত্রী সভায় উত্তাপন করতে হয় না। একক বা একার ডিসিশানে আইন, ওর্ডার, ওর্ডিন্যান্স পাশ বা জারি হয়। কিন্তু আমরা সেই আল্লাহ সৃষ্টির সেরা জীব হয়েও- তার ওর্ডার মানি না, বুঝি না,বা বুঝতে চাই না। আরো বিরোধিতা করি।
সেই আল্লাহ মানুষের জীবনের সকল বিষয়ের প্লান দিয়েছেন। তার রাসূর স: এর মাধ্যমে সকল বিষয়ে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ পবিত্র কুরআনে আল্লাহ ওর্ডার করেছন। ।এমণ কি রাসূল স: কে ওর্ডার করেছেন যে,হে রাসূল! আপনি সকল মানুষ নলুন! কোথায় মুমিনদের বলুে দিন, আবার কোথায়, ঈমানদার বলে দিন! বলে ওর্ডার দিয়েছেন। এভাবে আরো অনেক গুরুত্ব দিয়ে সৃষ্টিকরতা,পালনকর্তা, বিধান দাতা, আইন দাতা, সার্বভৌমত্বের মালিক, পরিচালক।
তাই সূরা আল - বাকার ২০৮ নং আয়াতে আল্লাহ ঈমানদারদের কে উদেশ্য করে ওরডার করেন____
ইয়া আইয়ু হাল লাজি না আ-মানু উদ খুলু ফিস সিলমে কা-য়া ফা : অর্থ হে ঈমানদার গণ!তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো। কুরআন ২:২০৮।
তফসির হলো- তোমার যদি ঈমান এনে থাক বা নিজেকে ঈমানদার বলে দাবী করে থাকো। বা বলে থাকো - আমার ঈমান আছে। আমি জা্নাতে যাবো ঈমান আছে,নামাজ পড়ি। জান্নাতে যাবো।
তা হলে জেনে রাখো আল্লাহ কি কন্ডিশন দিয়ে ওর্ডার দিয়েছেন। কি ওর্ডার, ওর্ডিন্যান্স জারী করেছেন-- "তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ কর"। অর্থাৎ ইসলামের তথা আল্লাহর সকল ওর্ডার মেনে নিয়ে প্রবেশ কর। কোথায় প্রবেশ করবে? ইসলামে! ইসলামে মানে আল্লাহর নির্ধারিত ধর্মের( ইসলামের) নিয়ম কানুন মেনে। আল্লাহর নির্ধারিত কি? কুরআনের সকল ওর্ডার তথা আল্লাহর ওর্ডার, ওর্ডিন্যান্স মেনে নেয়।
তার মানে শুধু নামাজ,রোজা,হজ্জ্ব,যাকাত ও ঈমান সহ ৫ টি করলেই শেষ। জান্নাত নিশ্চিত! অনেকে আবার তাসবিহও এড করে। এ
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত