ভ্রাম্যমান প্রতিনিধি:
আজ শনিবার ২৬ জুলাই কিশোরগঞ্জে হয়ে গেল এনসিপি(জাতীয় নাগরিক পার্টি)এর জুলাই পদ যাত্রা। কিশোরগঞ্জের পুরান থানায় তিন রাস্তার মোড়ে তৈরি হয় ইনকিলাব মঞ্চ। বিকাল চারটা থেকে শুরু হয় কেন্দ্রীয় ও নেতৃবৃন্দদের ভাষণ।
সর্বপ্রথম নাহিদ ইসলাম কিশোরগঞ্জের ১৭ জন শহীদ দের কথা স্মরণ করিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন কিশোরগঞ্জের মাটি এনসিপির ঘাটি হিসাবেই প্রতিষ্ঠিত করতে চাই ১৭ জন শহীদের রক্তের বিনিময়ে। তিনি বলেন আমরা যুদ্ধ করেছিলাম সংস্কারের জন্য। দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার জন্য। ফ্যাসিবাদের বিচারের জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করেও আমাদের শহীদদের রক্তের বিচার পায়নি। তাই আমাদের আবার রাজপথে নামতে হলো নতুন দল নিয়ে।
তিনি হুঁশিয়ার দিয়ে বলেন এখনো কিশোরগঞ্জেে শুনতে পাচ্ছি আমাদের শহীদ পরিবারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তাই আমরা হুঁশিয়ার করে আবার বলতে চাই যারা হুমকি দেয় এবং তাদের সেল্টার দেয় সেইসব দুর্নীতিবাজ চাঁদাবাজদেরও বিচার হবে।
সর্বশেষ কেন্দ্রীয় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম তার গুরুত্ব ভাষণে বারবার প্রিয় কিশোরগঞ্জ বাশী! প্রিয় কিশোরগঞ্জ বাশী বলে বক্তৃতা দেন। তিনি কিশোরগঞ্জের হাওরের কৃষকের কথা স্মরণ করিয়ে বলেন হাওরেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি আরো বলেন যে কিশোরগঞ্জ এ রাষ্ট্রপতি হয় কিন্তু উন্নয়ন হয় না। যে কিশোরগঞ্জে স্কুল আছে শিক্ষক নেই। হসপিটাল আছে ডাক্তার নেই। যুবক আছে কর্মসংস্থান নেই। আমরা সেই যুবকদের কর্মসংস্থানের জন্যই নতুন বাংলাদেশ গড়তে নতুন দল গঠন করি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি
জনাব নাহিদ ইসলাম সর্বশেষ বলেন বিচার সংস্কার নতুন সংবিধান নিয়ে আবার দেখা হবে রাজপথে জাতীয় শহীদ মিনারী তাই আপনারা জাতীয় নাগরিক পার্টির দান করুন আপনাদের অধিকার নিশ্চিত করনে এগিয়ে আসুন এই আশাবাদ ব্যক্ত করে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বলেই শেষ করেন।
###