স্টাফ রিপোর্টার:
বিমানবন্দরে যাত্রী কে বিপদায় জানতে ২জন প্রবেশের অনুমতি পেল। এর আগে দেখা যেতো পাসপোর্ট ছাড়া কাউকে বিমানবন্দরের প্লাটফর্মেেও পর্যন্ত যেতে দেয়া হতো না। এতে অনেকে ছেলে,ভাই, আত্মীয় স্বজনরা প্রবাসীদের নিরাপদে পৌঁছে দিতে পারতো না। টেনশনে থাকতে হতো।
গত কাল বাংলাদেশ বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়- এখন থেকে আর স্বজনদের হয়রানি করা হবে না। ২জন লোক বিতরে প্রবেশ করে পৌঁছে দিয়ে আসতে পারবে।
দেখা যায় যে প্রবসসীরা দেশ কে রেমিট্যান্স দিয়ে বাচিয়ে রেখেছে। তার হয়রানীর স্বীকার। প্রবাসী সহ সকল ধরনের যাত্রীরা খুশি।।অনেক যাত্রীরা বলেন।
###
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত