স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নগদ কর্মীরদের অর্থায়নে সাঁকো নির্মানের কাজ চলমান।
ফেনী জেলার ফুলগাজী উপজেলার ৩নং দক্ষিণ আনন্দপুর ইউপির ৪নং ওয়ার্ডের সিলনিয়া নদীর ওপর কাঠের সাঁকো নির্মান করছে জামায়াত। দক্ষিণ আনন্দ পুরের প্রধান সড়ক হওয়াই একটি ব্রীজ জন গুরুত্বপূর্ণ বলে এলাকাবাসী জানন।
বলা বাহুল্য যে ৩টি গ্রামের মানুষের যাতায়াতে ভড়সা।
এখানে একটি বাঁধ ছিলো। বন্যায় ৩০ ফুট বাঁধ ভেঙ্গে যায়াই জনদূরভোগ সৃষ্টি হয় গ্রাম গুলোর। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী স্হানীয় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের তড়িৎ উদ্যোগ গ্রহণ করে এবং দ্রুত সাঁকো নির্মানের কাজ৷ চালিয়ে যায়।
###