স্টাফ রিপোর্টার :
এনসিপির পূর্ব ঘোষিত তারিখ অনুসার আজ ২৮ জুলাই সোমবার বিকাল ৫টায় ময়মনসিংহের জুলাই পদযাত্রার আয়োজনে মঞ্চ প্রস্তুত। পদযাত্রা পূর্বে ইনকিলাব মঞ্চ থেকে কেন্দ্রীয় নেতৃরী বৃন্দের ভাষন প্রধান করা হবে।
ইনকিলাব মঞ্চটি নগরীর সার্কিট হাউসেৃৃ তৈরী করা হয়েছে।
নিরাপত্তার জন্য ৩৫০ জন পুলিশ প্রস্তত রাখা হয়েছে। নিরাপত্তা জোরদার করণে সকল আয়োন প্রস্তত রাখা হয়েছে। ###