ময়মনসিংহ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ২৮ জুলাই ময়মনসিংহ পদযাত্রা ছিলো।
বৃষ্টি উপেক্ষা করে ছাত্র জনতার ডল নামে টাউন হল চত্বর সহ সার্কিট হাউস মাঠে।
আজ সোম বার বিকালে শুরু হয়ে সন্ধায় পদযাত্রা শেষ ইনকিলাব মঞ্চে ভাষণ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সর্ব শেষে জুলাই বিপ্লবের অগ্রনায়ক হাসনাত আব্দুল্লাহ অসুস্থ হয়ে পরেন। অবশেষে ময়মনসিংহের নেতৃবৃন্দের তথ্যাবধানে ময়মনসিংহ মহানগরীর নেক্সাস হসপিটালে ভর্তি করা হয়।
###