স্টাফ রিপোর্টার:
আজ ২৮ই জুলাই সোমবার ময়মনসিংহ মহানগরীতে জাতীয় নাগরিক পার্টি তথা এন সি পির জুলাই পদযাত্রা হয়। শ্রাবণের বৃষ্টিতে ভিজে ভিজে এন সি পি এর ছাত্র জনতারা অংশগ্রহণ করে। সামনের সারিতে ছিল নেতৃবৃন্দ।
পদযাত্রা শেষে নগরীর সার্কিট হাউস মাঠে ইনকিলাব মঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভাষণ দেন। সর্বশেষ এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
জনাব নাহিদ ইসলাম প্রিয় ময়মনসিংহবাসী বলে বক্তব্য শুরু করেন। ময়মনসিংহের জমিদার প্রথা বিরোধী আন্দোলনের আবুল মনসুরকে স্মরণ করিয়ে তিনি বলেন ময়মনসিংহ কৃষক আন্দোলনের সূতীকাগার গড়ে ছিলো। আমরা কৃষকের সন্তান হয়েও পড়াশোনা শেষে চাকরি পায় না। আমাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হয়। তাই আমরা বৈষম্য বিরোধী গড়ে তুলি। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জুলাই বিপ্লবী হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন রুপ নেয় এবং সরকার তাতে পালাতে বাধ্য হয়। এতে আমাদের ময়মনসিংহের ৪১ জন প্রাণ দিতে হয়েছে।
এখনো ময়মনসিংহবাসী কর্মসংস্থানে তাদেরকে কাজের জন্য গার্মেন্টসে গাজীপুরে যেতে হয়। আর ময়মনসিংহ বিভাগ হয়েও
পাঠামোগত দৃশ্য মান কোন উন্নয়ন নেই । ফ্যাসিস্ট সরকার শুধু মানুষ হত্যাই করেনি গণতন্ত্র হত্যা করেছে । তাই আমরা মানুষের অধিকার নিশ্চিতকরণের জন্যে জাতীয় নাগরিক পার্টি গড়ে তুলি। তাই আসুন আমরা সবাই এনসিপিতে যোগদান করি এবং ১৩ ই আগস্ট ২২ সনদ ঘোষণা পত্রের দিনে ঢাকায় সমবেত হয়।
ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। মুজিববাদ মুজিব বাদ নিপাত যাক। নিপাত যাক ইনকিলাব জিন্দাবাদ।
এই বলে ভাষণ শেষ করেন।
###