স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে ৩ টা ব্লক ধরা পড়েছে। আজ ৩০ শে জুলাই দলের বিভিন্ন ওয়েবসাইটের সংবাদ পাওয়া যায়। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিঙ্গাপুর চিকিৎসার জন্য যেতে অনুরোধ করা হয। কিন্তু আমিরে জামায়াতের তাৎক্ষণিক সিদ্ধান্ত জানান যে,তিনি দেশেই হার্ডের বাইপাস সার্জারি করাবেন।
এখন পর্যন্ত এটাই জানা যায়। পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হলে জানা যাবে।
বলাবাহুল্য যে গত ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে আমিরে জামায়াত ভাষণ দিতে গিয়ে ২ বার কার্পেটে লুটিয়ে পড়েন। আল্লাহর অশেষ রহমতে এরপর তিনি মহাসমাবেশে বসেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। পরবর্তীতে আমীর মহোদয়কে ইবনে সিনা হাসপাতলে ভর্তি করা হয় এবং সুস্থ হয়ে ফিরে আসেন।
এখন আল বডি চেকআপের রিপোর্টে এটাই জানা যায় যে, ডাক্তার শফিকুর রহমান তথা আমিরে জামাতের হার্টে তিনটা ব্লক ধরা পরে। জামায়াতের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয় আমীরে জামায়াতে জন্য।
###