ভ্রম্যমাণ প্রতিনিধিঃ
জামায়াতের এমপি পদপ্রার্থী বৃষ্টিতেও বসে নেই। কেওয়ারজোর গণসংযোগে যান স্পিডবোটে বসে।
কিশোরগঞ্জ ৪ আসন (ইটনা-মিঠামই-অস্টগ্রাম) তথা হাওরের আসন বলা হয়। আবার রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদের এলাকা বললে চিনে সহজে। আরো একটা বড় আলোচিত ব্যাক্তির নাম সারা বাংলার জনগণ চেনে। তিনি হলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। যিনি বিতর্কিত হয়েছেন ইসলামবিরোধী ও বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে কথা বলে।
যদিও বিএনপি’র রাজনীতিতে মাঠে কোন কার্যক্রম না তাকাই ফজলুর রহমান ও বিএনপি’র পার্টি হয়েও খুব কম যাচ্ছেন নির্বাচনী এলাকায়। এমনকি অনেক জায়গায় অপমানিত অপদস্ত হয়েছেন। বিএনপি’র দলীয় কোন দলের শিকার মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের এমপি পদপ্রার্থী কিশোরগঞ্জ ৪ আসনের এডভোকেট রুকন রেজা শেখ। একাই
রাজনীতির ফাঁকা মাঠে গ্রামে গ্রামে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন।
কয়েক মাসে বেশ সারাও পেয়েছেন। যতটুকু জানা যায় জামায়াতে সমর্থ্যও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ হাওরবাসী বলেন।
###