স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী ছাত্র ময়মনসিংহ জেলা ছাত্র শিবির সভাপতি এমদাদুল ইসলাম আনুষ্ঠানিক ময়মনসিংহ জাৃায়াতে যোগদান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর জামায়াতের আমীর জননেতা মাওলানা কামরুল আহসান এমরুল। তাকে বরন করে নিয়েছেন। এখন থেকে ময়মনসিংহ মহানগরীর জামায়াতে ইসলামি আন্দোলনে কাজ করবেন।
আরো উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, বাইতুলমাল সেক্রেটারি গোলাম মহসিন খান, মহানগর শিবির সভাপতি শরীফুল ইসলাম খালিদ, জেলা সভাপতি হামীম, মহানগর কর্মপরিষদ সদস্য খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী সহ মহানগর ও থানা শাখার নেতৃবৃন্দ।