সম্পাদকীয়::
আগস্ট মানে আন্দোলন, সংগ্রাম। শোক দিবস কত কি! সব শেষ হলে শেষ নয়! একে দলে একে চেতনা৷। এটায় বাস্তব।
এখন ভাবছে বাংলার জনগণ ২০২৪ সালের ১ আগস্টের ঘটনাবলী। কি ঘটেছিলো এই দিনে।
দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামীলীগ সরকারে পালানোর ঘটনাও ঘটে। একটা সরকার দীর্ঘ দিন ক্ষমতায় থাকলে জনগণ অস্হির হয়ে যায়। দুঃশাসনের, দুনীতি প্রকাশ পায়। তারি শূন্য থায় সৃষ্টি হয় আন্দোলন।
অধিকার বঞ্চিত জনগণ জুলুমের স্বীকার হয়ে রাস্তায় নেমে আসে। বঙ্গে ওঠে এক পর্যায়ে ডিবির কার্যালয়ে যেতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির ছাত্রদের।
নিয়ে যা হয় হারুনের ডিবির পরিচালক কার্যালয়। অবশেষে নাটকের অবসান ঘটে।
উল্লেখ্য যে নেতৃত্বদানকারী ছাত্রদের তিনজনকে ৬ দিন পর দুইজনকে পাঁচ দিন পর এবং একজনকে চারদিন পর শেষে বাসায় পৌঁছে দেয়া হয়। তাতেও আন্দোলন থামেনি। আন্দোলন আরো জোরধার হয় এবং সাধারন জনগণ মাঠে নেমে আসে। রাজপথে আন্দোলন আরো তুঙ্গ।
এই সেই পহেলা আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলন রাজনীতির মাঠে দিকে গড়িয়ে আন্দোলনে তুঙ্গে উঠে। রুপ নেয় জুলাই আগস্ট বিপ্লব। অবশেষে ফ্যাসিস্ট সরকার পসলাতে বাধ্য হয়।
###
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত