স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামাায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের অপারেশন আগামীকাল ২ আগস্ট শনিবার সকাল সাড়ে ৭টা ঢাকার ইউনাইটেড হসপিটালে হবে। দেশের সেরা কার্ডিয়াক সার্জন অধ্যক্ষ ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি কার্ডিয়াক টিম এর মাধ্যমে ওপেন হার্ট সার্জারি হবে। যাকে বাইপাস সার্জারিও বলা হয়।
এ সিদ্ধান্ত গৃহীত হয় আমিরে জামাতের পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে। এমনকি আমিরে জামাত নিজেই বলেছেন আমি দেশি বাইপাস সার্জারি করাব। যেহেতু তিনি নিজে একজন ডাক্তার।
বলা বাহুল্য যে গত ১৯ জুলাই জামাতের জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আমিরে জামাত দুইবার পরে যান।
পরবর্তীতে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এটা সকলের জানা। তখন সুস্থ ছিলেন। পরবর্তীতে সকল ছ্যাকা শেষে তোতা এনজিওগ্রাম করে জানা যায় তাহার হারটি ৩ নয় ৬ এর অধিক ব্লক আছে। অর্থাৎ মাল্টি পোল ব্লক হাওয়াতে ডিম না পড়িয়ে ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত হায়।
অধ্যাপক মজিবুর রহমান জামাতের কেন্দ্রীয় নায়েবে নায়েবে আমিরের নেতৃত্বে ফ্রেশ ব্রিফিং করেন সেক্রেটারি জেনারেল মিয়া মোঃ গোলাম পড়ুয়ার। অবশেষে দেশবাসী ও প্রবাসের সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করেন। আরো বলেন নফল নামাজ নফল রোজার মাধ্যমে যেন প্রার্থনা করে।
ৃআজ থেকে পরবর্তী সুস্থ না হওয়া পর্যন্ত আমিরে জামায়াতের সাথে কোন প্রকার যোগাযোগ কেহ যেন না করে। ইনশাল্লাহ।।। আল্লাহর রহমতে তিনি সুস্থ্য হওয়ার পর আমাদের মাঝে এসে তিনি কথা বলবেন, এই কামনা রইল।
###