সম্পাদকীয়:
আজ ১ আগস্ট। আগস্ট রাজনীতির মাঠের উত্থাল তরঙ্গ। আবার কোন রাজনৈতিক দলের শোক দিবস। উচ্ছ্বাস উল্লাস উচ্ছ্বাস নিয়েই আগস্টের রাজনীতি চাঙ্গা। আগস্টে পুরনো অনেক দলের ইতিহাস কত কি আছে। রাজনীতির পালাবদলে সব চাপা পড়ে যায়। আবার কখনো মাটির নিচ থেকেও অঙ্কুরোদ গমনের মত বিস্ফোরণ হয়।
তারি ধারাবাহিকতায় ২৪ শে আগস্ট ঘটে যায় অনেক ঘটনা। জুলাই বিপ্লব ২০২৪ নামে ইতিহাসে তৃতীয় স্বাধীনতা হয়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন তৈরি হয়।
শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলেও অবশেষে সরকার বিরোধী এক দফা আন্দোলনে রোগ নেয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার রাজনীতির রাজনৈতিক কৌশল হিসাবে জামাতে ইসলামীকে পহেলায় আগস্টে। এবং বিজ্ঞাপন জারি করে এতে ছাত্র আন্দোলন যায় সাধারণ জনতার হাতেই। পহেলা আগস্ট আওয়ামী লীগ আর জামাতকে নিষিদ্ধ করার ৫ দিন পরেই পলায়ন করতে আন্দোলনের মুখে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গসংগঠন ছাত্রশিবির আন্দোলনের সম্মুখ সারীতে অংশগ্রহণ করে। তারা রাজনৈতিক পরিচয় গোপন রেখে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে আন্দোলন তৈরি করে। জামায়াতের নিষিদ্ধের কারণ কে ইস্যু করে আন্দোলন এক দফায় ঘোষণা আসে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত জামাতয়াকে ১ তারিখ নিষিদ্ধ করার কারণেই আন্দোলন আরো তোঙ্গে একদপা আন্দোলনে রূপ নেয়। মূলত জামায়াতকে নিষিদ্ধের কারণেই সরকারকে পলায়নে বাধ্য করে। এটাই জামাতের টেকনিক ছিল বলেও অনেকে মন্তব্য করেন।
###
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত