স্টাফ রিপোর্টার:
সংসদীয় পদ্ধতিতে পরিবর্তন হলো। দ্বি’কৃক্ষ বিশিষ্ট সংসদ হবে। উচ্চ-কক্ষ ও নিন্মকক্ষ বিশিষ্ট। নতুনত্ব হলো উচ্চকক্ষে ১০০ আসন হবে পিআর পদ্ধতিতে। এটা নতুন সংস্কার সংসদিলীয় পদ্ধতি। সকল রাজনৈতিক দল সমূহ এতে ঐক্য মতে পৌছায়। কিন্তু বিএনপি এতে রাজি নয়।
বলাবাহুল্য যে, তাহলে নতুন নির্বাচনের পদ্ধতি আগের মতোই ৩০০ আসনে সর্বো জনগণের ভোটে ৩০০ এমপি নির্বাচিত হবে।এটা নিন্মকক্ষে।।
আর সারা বাংলাদেশের ভোটের আনুপাতিক হারে ১০০ আসন হবে। অর্থাৎ পিআর পদ্ধতিতে ১০০ এমপি হবে। যা উন্নত অনেক দেশেই দ্বি’কক্ষ বিশিষ্ট সংসদীয় পদ্ধতিতে সরকার পরিচালিত হয়। এতে অনান্য ছোট, বড় সকল রাজনৈতিক দল সমর্থন করে।
###