স্টাফ রিপোর্টার:
ডাঃ শফিকুর রহমানের অপারেশন সফল শেষ প্রেস ব্রিফিং করেন দেশ সেরা কার্ডিয়াক সার্জন ডঃ জাহাঙ্গীর কবির। তিনি ২৯ হাজারেরও বেশী ওপেন হার্ট সার্জারী করেছেন বলেন। তিনি ডাঃ শফিকুর রহমানের সাথে ২০০৩- ০৪ সালে সিলেটে বুকে ঝড়িয়েছিন এবং কথা বিনিময়ও হয়েছিলো বলে জানান।
আজ ২ আগস্ট শনিবার দুপুরে ইউনাইটেড হসপিটাল থেকে।
জনাব বিশেষজ্ঞ সার্জন দেশের স্বাস্হ্য খাত নিয়ে বলেন- ইউনাইটেড এবং এভার কেয়ারের মানের মতো আরো ১০ টা
হসপিটাল হলে, দেশের মানুষ দেশেই চিকিৎসা পাবে। চিকিৎসা খাতে অনেক অর্থ লেনদেন হয়। দেশের টাকা দেশেই থেকে যাবে। বলপ বুঝতে চেয়েছেন।
ডঃ শফিকুর রহমানের অপারেশন সফল হয়েছে বলেই দেশের মানুষের মাঝে সুচিকিৎসার আস্হা সৃষ্টি হয়েছে। ২৪ ঘন্টা পর কথা বলতে পারবেন। ৩ দিন পর আইসিও থেকে বেডে দেয়া হবে। ৭ দিন পরে বাসায় যাবেন। ইনশাআল্লাহ। ১৫ দিন পর থেকে বক্তিতা দিতে পারবেন। হেঁসে বলেন। একজনের প্রশ্নের জবাবে।।
###
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত