স্টাফ রিপোর্টার :
অবশেষে সকল আন্দোলন-দাবীর পর- ২০২৪ জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানের “জুলাই বিপ্লবে ঘোষণা পত্র” প্রকাশ করবে সরকার। আসছে ৫ আগস্ট বিকাল ৫ টায় অন্তরবর্তীকালিন সরকারের পক্ষ থেকে জাতীর সামনে উপস্থাপন করা হবে।
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্যটি জানা যায়।
বলাবাহুল্য যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবী ছিল জুলাই বিপ্লবের ঘোষণা পত্র প্রকার। বর্তমানে এনসিপি মাঠে দসবী করে আসছে দীর্ঘ ১ বছর ধরে। গণঅভ্যুত্থানে ততকালীন হাসিনা সরকার পালানোর ১ বছর অতিবাহিত হবার পরও।
এমনকি জামায়াতের নায়েবে আমীর ডাঃ আব্দুল্লাহ তাহের ২ দিন আগে এক বক্তব্যে বলেন– জুলাই ঘোষণা পত্র – না দিলে মামলা করা হবে।
যাক, তারি আবসান ঘেটেছে হয়তো। ৫ আগস্ট জানা যাবে এ প্রত্যশা জুলাই বিপ্লবে অংশ গ্রহণকারী সর্ব স্তরের জনতার।
###