স্টাফ রিপোর্টার :
বিজয় দিবস, মে দিবস,একুশে ফেব্রুয়ারী,এবং স্বাধীনতা দিবসেও স্বাধীনতা নেই। বাংলাদেশের কিছু চাকরিজীবীদের। যারা শুধু কোম্পানি কে দিয়েও ক্লান্ত হয়নি। সারা দিনে সেলস করে ১৬% ভ্যাটের টাকাটা সরকারের ঘরে দিয়ে দেয় প্রতি দিন। কিন্তু নিজের ঘরে ফিরতে হয় রাত ১২ট/ ১টায়।
আরো কত জসলাতনের শেষ নেই বলেন এক ওষুধ কোম্পানির প্রতিনিধি।
নিউজ পড়েছি- ৫ আগস্ট গার্মেন্ট সহ সকল কিছু ছুটি থাকবে। কিন্তু আমাদের (ওষুধ কোম্পানি) কপালে কি ছুটি আছে!
সরকার কি দেখে? নাকি দেখে না। যারা মানুষের জীবন বাঁচনো ওষুধে কোম্পানিতে করে। কিন্তু নিজের জীবন বাঁচতে দেয় না কোম্পানির মালিকরা।
এখানেই ক্লান্ত নয়। বেশী ইনকাম টেক্সটও কোম্পানির ইমপ্লয়ীরা দেয়। ভ্যাটের টাকা যোগসন দেয় বিক্রয় করে।
আর সেই টাকায় সরকারী চাকুরীজীবিদের বেতন হয়। অথচ তাদের কপালে ছুটি কি হবে? নাকি মালিকরা আবু ইসহাকের জোঁক হয়ে থাকবে!!
###
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত