সম্পাদকীয়:
আজ ৫ আগস্ট গণঅভুত্থান হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিনের সূচনা। রাস্তায় নেমে এসেছিল সারা বাংলাদেশের সকল শ্রেণীর জনতা। হয়েছিল দ্বিতীয় স্বাধীনতা অনেকেই উল্লাস প্রকাশ করে বলেছিল।
নতুন প্রজন্ম ৭১ দেখেনি। ।দেখেছে ২৪ এর জুলাই আগস্ট বিপ্লবের দ্বিতীয় স্বাধীনতার দিন ৫ ই আগস্ট। কোলের ছোট্ট শিশুটি বোরকা পরা মায়ের কোলে চলে এসেছিল রাজপথে। নতুন বাংলাদেশ দেখতে রাজপথের অলিগলি সহ সারা বাংলার পথ মেঠো পথে নেমে এসেছিল বিজয় দেখতে সেই ৫ ই আগস্ট।
ভুলে যাওয়ার দিন নয় স্মৃতিতে অম্লান হৃদয়ে স্পষ্ট অক্ষরে লিখা রবে নতুন বাংলাদেশ এসেছে আবার সেই ৫ আগস্ট।
ছাত্র জনতা মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা একদিন এগিয়ে ৫ আগস্ট ঘোষণা করে। ছাত্র জনতা ১৪৪ ভঙ্গ করে গণভবনের দিকে যাত্রা শুরু করে। গোয়েন্দা রিপোর্ট অনুসারে সরকার জানতে পারে আর ৪০ থেকে ৪৫ মিনিটে গণভবন গণভবন আক্রমণ করবে। তারা এটাও নিশ্চিত হয় যে এই আন্দোলন ছাত্র জনতার হলেও এখানে শিবিরের ছিল। এটাও স্পষ্ট করেন যে শিবিরের ছাত্ররা লাখ লাখ শহীদ হবে তাও রাজপথ ছাড়বেনা। অন্য দলের মতো না ওরা জীবন দিবে তবু রাজপথ আন্দোলন থেকে ফিরে আসবে না।
তৎকালীন শেখ হাসিনা সরকারের সেনাপ্রধান ওকারুজ্জামান সহ বিমান নৌবাহিনী বিশেষ বৈঠক গণভবনে করেন। এক হাসিনাকে বুঝাতে নানান কৌশলে সক্ষম হয় পালাতে এবং অবশেষে হেলিকপ্টার হয়ে বিমানে দিল্লিতে নিরাপদে পালিয় যায়। জানা যায বিকাল ৫ টায় দিল্লিতে চলে যান। যদিও ২ টা থেকে নিউজ দেয়া হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে।
আগস্টের ৫ তারিখ ২ টাই মিডিয়াতে খবর ছড়িয়ে পড়লে জনগণ রাস্তায় নেমে আসে আর উল্লাস মেতে উঠে এবং শেখ হাসিনা পালিয়েছে শুনে।
###