স্টাফ রিপোর্টার:
শাপলা- সালুক এখন দূর্লভ বস্তু। এখনকার সন্তানেরা চিনে না। এখন আর পড়ানো হয় না, গ্রামের সেই শাপলা-সালুকের ছড়া। পড়ানো হয় না। পাাঠ্য বই এ নেই পুরনো ছড়া, কবিতা।
বাজারে খুজে পেলেও বেশী দামে কিনে বাসায় এসে ক্লান্ত হয়ে বসতে না বসেই শেষ হবে ভেবে। না কেহ চিনেও না,খেতে চায় না। আহ! ভালোই হলো একা একাই খাবে বাবা। কি যুগে জম্ম ওদের!
জানে না সালুকের পুষ্টি গুণাগুণ। খাবে ভেজালে ফল। হবে ভিবিন্ন বড় বড় রোগ।
সরকারের কাছে নিবেদন বাবাদের দাবী পাঠ্য সূচিতে গ্রামিন পটভূমির বাংলা ছড়া -কবিতা সংযুক্ত করার কথা বলেন।
###