ময়ূরের ডাক
মাও: মো:আব্দুল্লাহ আল মামুন
ময়ূরেরর ডাক কেকা
হেটে চলে একা।
রাস্তা হলেও বাকা
ঘুরবে তারি চাকা।।
পায় যদি দেখা
মেলে ধরে পাখা।
গানের সুরে আঁকা
নানা রঙের পাখা।।
পেখম ধরে থাকা
যত আছে শাখা।
হবে না সে বাকা
যত ভাত মাখা।।
<<< ০ >>>
১১/৮/২৫.
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত