ময়মনসিংহে পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল
ময়মনসিংহ:
ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল ও জামায়াতে ইসলামী হিন্দু কমিটির সেক্রেটারি,খোকন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
শনিবার দিনব্যাপী তিনি অন্যান্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ০৯ নং খাগডহর, ০২ নং কুষ্টিয়া ও ০১ নং অষ্টধার ইউনিয়নের প্রায় সবগুলো পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তিনি উপস্থিত পূজার আয়োজক ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আহ্বান জানান।
জামায়াত মনোনীত প্রার্থী বলেন, “আমরা সকলেই এ দেশের নাগরিক। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে শান্তিতে বসবাস করতে হবে।”
পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত