স্টাফ রিপোর্টা:
আজ ১৪ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করেন ময়মনসিংহ মহানগরী জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম সূচির অংশ হিসাবে আজ পালিত হয় উক্ত মানববন্ধন।
কেন্দ্রীয় জামায়াতের প্রধান পিআর তহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেন- জামায়াতের সর্বস্তরের দায়িত্বশীল নেতস -কর্মীবা। ইসি এবং প্রধান উপদেষ্টা সহ সরকারকে মেসেজ দিতেই এ কর্মসূচি পালন করেন।
জামায়াতে জেলা আমীর, মহানগরীর আমীর ও নায়েবে আমীর সহ অনেকে পিআর এর বিষয়ে বক্তব্যে ওঠে আসে।
###