
সম্পাদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ( দলীয় প্রধান) নির্বাচিত হয়েছেন ডা:শফিকুর রহমান। অন্য রাজনৈতিক দলের মতো নয় যে,একজনই দলের প্রধান থাকে আজীবন বা আমৃত্যু পর্যন্ত। আবার পারিবারিক দল দলও নয়! অধিকাংশ দলের প্রধানই পারিবারিক ভিত্তিতে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন(সদস্য)দের গোপন ভোটে আমীর নিরবাচিত হয়। প্রতি জেলায় জেলায় নির্বাচন শেষে আজ রেজাল্ট ঘোষনা হয়।
ডা:শফিকুর রহমান ৩ বছর(২০২৬-২৮)মেয়াদে দলে প্রধান তথা আমীর হন।