সম্পাদক :
ময়মনসিংহে হয়ে গেলো আজ ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সার্কিট হাউস মাঠে। বিভাগী জেলা সমূহের নেতা কর্মী সহ সাধারণ ভোটারদের নিয়ে। ছিলো উপতচে পরা উৎসুক জনতার ডল। আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট খ্যাত হাসিনা সরকার বিদায় নেরার পর ময়মনসিংহের ইতিহাসে জনতার ডল নেমেছিল।
জামায়াত, চরমোনা,খেলাফত, জাগপা সহ সমমনা ৮ ইসলামীকদলের উপস্থিততে হয়ে গেলো। ইসলাম সরকার ও ইসলামী দেশ কায়েমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ওয়াদা বদ্ধই ছিলো মুসলমানদের দাবী।
আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েম করে কুরআন দ্বারা দেশ পরিচালনা উদ্দেশ্যই ইসলামি আন্দোলন করে আসছে ইসলামী দল সমুহ। কারণ শান্ত শুধু ইসলামেই আছে।
জামায়াত নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান সহ ময়মনসিংহ অচঞ্চলে সকল নেতা সহ ৮ দলের নেতার উপস্তিত থেকে সমাবেশ কে সাফল্য মন্ডিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মাওলানা মো: আবদুল্লাহ আল মামুন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৩৪৩৯৭৯২৯২, ০১৯৪৬৮৪৭৬৭৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত